প্রকাশিত হল নিশীথ ষড়ংগীর গুচ্ছ কবিতা— ‘আড়াল ও অন্যান্য কবিতা’। নাম কবিতা সহ রয়েছে ‘আলো’, ‘লেখা’ এবং ‘দূরত্ব’ কবিতাগুলি।
আড়াল
শব্দকে কখনও রাখা আত্ম-বিশ্লেষণে।
মাঝে মাঝে অনুশাসনের মতো তোমাকে বোঝাই
মঞ্চের আলো যে বড়ো প্রতারণাময়
দূর থেকে নমস্কার করো—
শব্দকে নির্মোক দাও, প্রচ্ছদ প্রচ্ছদ, সামান্য বিরতি
বাক্যের অশ্রুতে পাতো স্তব্ধ করতল
ডানায় ডানায় মৃদু ক্ষতচিহ্নমুখ
লেখা তো সজল করে অভিমান-আহত ধূসর!...
আলো
সন্তর্পণ রেখে আসা শব্দের ভেতরে
অশ্রু রেখে আসা
খনন যতটা দীর্ঘ তার পাশে অপেক্ষার দীঘি
পারো তো বসাও শুশ্রূষা...
যাপন কুড়িয়ে নিয়ে যে সঞ্চয় করেছ রচনা
তাকে দাও মনখারাপের কিছু স্নান
দহন শব্দের আগে লিখে রাখো মুগ্ধ প্রতারক—
অশ্রু রেখে আসা যত বাক্যের ভেতরে
যতো অন্ধস্রোত
দেখো আলো পড়েছে শাখায় আর পাতার ওপরে...
কেতাব-ই’র ব্লগজিন বিভাগে লেখা পাঠাতে চান? মেল করুন blogzine.ketabe@gmail.com-এ। মেলের সাবজেক্ট লাইনে লিখুন ‘কেতাব-ই ব্লগজিনের জন্য লেখা’।
লেখা
লিখি তো তোমার মেঘ, আয়ুষ্কাল, ফসলের স্তুপ
লিখে রাখি দু-চোখের ভাষা
অনেক দূরত্ব লিখি, মুদ্রণযোগ্য অপরাধ
লিখেছি তোমার বৃষ্টি, অনেক কুয়াশা...
এ শহর শূন্য বোঝে, বিধুরতা বোঝে, ধূসর ধূসর
বোঝে কার্নিভাল
মোড়ে মোড়ে অনিশ্চয়তার ধুলোবালি
ঠাণ্ডা শীতকাল—
ঈশ্বরসমান দুঃখ লিখেছি তোমার, অস্ফুট চিবুক
তবু খাদ উপত্যকা বাঁকে বাঁকে ফলেছে গোপনে
সন্ধ্যাতারা মুছে গেছে কষ্ট-আকাশ থেকে দূরে
শুধু অন্ধকারটুকু এখনও বাজছে কানে কানে...
দূরত্ব
যে গল্পের কোনো শেষ নেই, তার নাম দূরত্ব
ওপার বলে আসলে কিচ্ছুটি হয় না
কিচ্ছু নয়।
আত্মহত্যা থেকে উঠে এসে যে তানপুরাটি
তার শোকের কথা বলে গেল
উপলখচিত পথে যে নদী উৎসের কথা লেখে না কোথাও
তারও সংগম বড়ো বেদনাবিধুর।
দূরত্বের কাছে রেখে আসা একটি জীবন
দূরত্বের কাছে রেখে আসা একটি কবিতা...
কেতাব-ই’র মুদ্রিত বই,ই-বই এবং ব্লগজিন বিভাগের লেখালিখির নিয়মিত খোঁজখবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন।
এই ব্লগজিনে প্রকাশিত সমস্ত লেখার বক্তব্য লেখকের নিজস্ব।
মন্তব্য করুন