প্রকাশিত হল আমিনুল ইসলামের গুচ্ছ কবিতা ‘কথাবার্তার রণকৌশল’।
১
ঝুপ করে হয়তো ঢিল
কিংবা নিজের কৌলিন্যেই নিজের শৌর্য-বীর্য
প্রচারিত হল জনসমক্ষে
সমস্ত খবরাখবরে সেই ছবিই
বোকা অপাঙ্ক্তেয় মানুষ বুঝল না আসল নকল
২
তাদেরই একজন বোকাপাঁঠা
বলি হওয়ার আনন্দেই
জলকে আঁকছে জলের ভিতর
স্নানের পর তীক্ষ্ণ ছুরির কশাই
দৃষ্টির নতুন গাঢ় লাল
দৃশ্য থেকে তুলে আনা
খুচরো কানাকড়ি কলমের
৩
ফেন্সের আড়ালে যেটুকু মেঘডাক
সন্তর্পণে বেঁচে থাকার অপপাঠ
মারীচ-বধের
আলোয়ান-খোলা যতটা পৃথিবী
দৃষ্টির আড়াল কাটছে ইঁদুর
কেতাব-ই’র ব্লগজিন বিভাগে লেখা পাঠাতে চান? মেল করুন blogzine.ketabe@gmail.com-এ। মেলের সাবজেক্ট লাইনে লিখুন ‘কেতাব-ই ব্লগজিনের জন্য লেখা’।
৪
মাঠেঘাটে বুনো মরীচিকা
ক্ষুধার্ত ময়াল
মৌরলার আঁশ
তামাটে খেপিয়ে সূর্য নামাচ্ছে
আতরঘষা মেঘের পেটে বড়ো হচ্ছে লাল
জলের অভিনয়েও কিছু স্ফটিক
৫
জলকে বিচ্ছিন্নভাবেই ছুঁলে
বন্ধু একদা মুখ ফেরালে
ছবির পরিচিতির বদল
তুলসী ধোঁয়াওঠা। জীবনপোড়া। যাচ্ছেতাই
সদ্যফোটা-ফুলে ছাপা মন্ত্রমুগ্ধ স্বকাম
কেতাব-ই’র মুদ্রিত বই,ই-বই এবং ব্লগজিন বিভাগের লেখালিখির নিয়মিত খোঁজখবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন।
এই ব্লগজিনে প্রকাশিত সমস্ত লেখার বক্তব্য লেখকের নিজস্ব।
BIMAN MAITRA
20 ঘন্টা আগেতোমার সবকটা কবিতাই অতুলনীয়