জন্ম: ১৯৭৪ বীরভূম। সরডাঙা গ্রাম। ক্রমান্বয় নিরীক্ষাই তার কবিতার প্রধান ও একমাত্র পথ। ‘ভুবনডাঙা’ নামে একাধারে এক ওয়েবজিন ও মুদ্রিত পত্রিকার সম্পাদনা, গান-শোনা এবং গান-গাওয়া গিটার বাজানো তার পছন্দের কাজ। বর্তমানে বহরমপুর তার যাপনস্থল হলেও বীরভূমেই তার অন্তর।