সমীরণ ঘোষ কবিতায় যেন স্বপ্নে পাওয়া শব্দ পর পর বসিয়ে চলেন অনায়াসে। লেখাগুলো পড়তে গেলে আপাতদৃষ্টিতে অ্যাবসার্ড মনে হলেও ভিতরে ভিতরে তা যেন এক ঘনসন্নিবদ্ধ স্বর, যা সোজা পাঠকের বুকে গিয়ে বেঁধে।
এক
চাঁদ নামের শক্ত পাথরে হাতুড়ি ঠোকার এই চঞ্চলতা
খুবই আফেন্দির নিজস্ব
আর লাল ধ্বনির পরিহাস যাচ্ছে
ক্লান্তিকর যোনির শূন্যে
আফেন্দির মমিও যেন ইন্ধনের
চৌষট্টিকলার মহাকাশ
রাত্রির ফুটো গলে খার খাওয়া হাতুড়ি
অপরিসীম চাঁদ ভেঙে যায়
দুই
হাড়ের সকালবেলা ঘষে ঘষে তীক্ষ্ণ ও মরণশীল করছে অবিনশ্বর রঙের কানাত
নিজের হাড়ের থেকে আফেন্দির শুকনো
প্রতিরোধও মুছে যায়
গোলমেলে দিনের চাকা চিৎকারের
গুরুলঘু ভাবনায় ফুলছে
ভাঙা বাঁশি। ধ্বনির অধঃক্ষেপ। যেটুকু তরাই
মরুভূমি ততটুকু মার্জনা করছে
মৃতের গাওনাসুদ্দু এক কোণ
মাংসের দেবতা দাঁত মাজে খরখরে জগৎ বুলিয়ে
কবরে হাটের জট স্মৃতির খনখন
ক্রেতা বা বিক্রেতার সঙে মমির আফেন্দি
বুড়ো বেহালাবাদক
তিন
বসিয়ে রাখা সূর্যকে কালো চকে আঁকবে আফেন্দি
যদিও কালো বোর্ড মাত্রাহীন বন্ধুক ফাটিয়ে ভণ্ডুল করছে লাল-সাদা খেলার অমর
ইঞ্জিনের ধোঁয়ায় জাগা কাগজকল গুমসুম
লিপিকে ফুসলাচ্ছে
হাতুড়ি ঠোকার দিনে তুমি অতিলিপ্ত গানের মাস্টার
কুজো থেকে সিনেমা গড়ানো জিভে
লম্বা টিনের শিস। শূন্য রগড়ায়
কোয়েম্বাটুর থেকে রূপসা ওর কাটা পা
ফেরাবে নিশ্চিত
ওর স্তনের কোটালে আফেন্দি মরণোত্তর
নেভা মৌমাছিপালক
কেতাব-ই’র ব্লগজিন বিভাগে লেখা পাঠাতে চান? মেল করুন manuscript.ketabe@gmail.com-এ। মেলের সাবজেক্ট লাইনে লিখুন ‘কেতাব-ই ব্লগজিনের জন্য লেখা’।
চার
পেরেক ঠুকে ঠুকে সেই রাত্রিই বলবে আফেন্দি
যখন বাটিভরতি রক্তে ওর ছায়াঅব্দি
উপচে যাচ্ছে
জিভে এত জোনাকি নিয়ে কার এই অপ্রত্যাশিত ফেরা
গলে যাওয়া ষাঁড় বৃষ্টির সন্তকে লিখছে ভাষার রোঁয়ায়
তারা ঘষে ফুলকি তোলা উখাই হয়তো শেষ মায়াপুর
জল সরে ধ্বনির অদূরবর্তী নীলকুঠি
নলিকাটা অভিনেতারাও ফেরে ছায়ার রেকাবে
আর আদিগন্ত শান্ত থিয়েটার
পাঁচ
অবিরাম পেরেক পুঁতে রক্তের গন্ধ অব্দি
যত বমির অপেক্ষা
আর সব শান্ত অবিচল হাড়ের ভাষায় টুকে রাখা
আফেন্দির মৃততম ভূমিকামাত্র
কেতাব-ই’র মুদ্রিত বই, ই-বই এবং ব্লগজিন বিভাগের লেখালিখির নিয়মিত খোঁজখবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন।
এই ব্লগজিনে প্রকাশিত সমস্ত লেখার বক্তব্য লেখকের নিজস্ব।
মন্তব্য করুন