preloader
বাংলা বইয়ের e-ভুবন
Menu Categories Search Cart 0
Menu
Cart

Total 0 Items

☹ Your cart is empty

Sub Total:

$0

₹0

বিভাগ
তবু উন্মোচন ও অন্যান্য কবিতা
কবিতা

তবু উন্মোচন ও অন্যান্য কবিতা

প্রকাশিত হল বিশ্বজিৎ বাউনার গুচ্ছ কবিতা— ‘তবু উন্মোচন ও অন্যান্য কবিতা’। নাম কবিতা সহ রয়েছে ‘দুঃখের দ্রাব্যতায়’, ‘বিষ বাক্যের লীলায়’, ‘পরোক্ষ বিদ্রূপে’ এবং ‘পরমুহূর্ত দিতে’ কবিতাগুলি।

তবু উন্মোচন

তোমার গুটিয়ে রাখা আঙুলে
এখনও আমি নিজেকে প্রসারিত রাখি ইচ্ছে ছাই।
অদক্ষ অভ্যাসে আজ নামে ময়ূরের মায়াবী ছায়া
আমাকে ক্রমাগত নিষ্পেষিত ফুলের রসে
বাচিক চিৎকারে গেঁথে ফেলে দেয় সব ঝরাপাতা।
বিকীর্ণ খুলির ঢালে ঢালে হড়পা ক্ষত
অপ্রেম সাজিয়ে রেখে শান দেয় নবাগত হত্যায়
নিজেকে খুঁড়তে খুঁড়তে ভাবি এই প্রমাণ-সম্বল ঋতু
অক্ষরের তলানিতে শুয়ে থাকে সুদূর নক্ষত্রের চিতায়।
প্রথাগত শালীনতা কুড়ুলের মতো
দুলিয়ে মাথা
উন্মাদ হাড়ের সাম্রাজ্যে কেটে রাখে সব পাথুরে বিভ্রম
ছিটকে আসা শিকড়ে চোখ রাখি অন্ধকার খুলে—

দুঃখের দ্রাব্যতায়

তোমার মন থেকে মন সরিয়ে রাখি।
আজ পাথরের বিছানায় দীর্ঘ সন্ধ্যার মাথা ঝুঁকে—
আমি সেই আজন্মলোভী বকের মতো অক্ষম
ঝলসানো মেঘ থেকে অতর্কিতে ধুয়ে যাই।
তোমার চোখে অনভিপ্রেত হই বৃষ্টির দিনে,
বিষণ্ণ জলের শাবক লেগে বুকে কাঁপে
ধরাশায়ী মায়া।
নিপুণ শূন্যের সহপাঠী হয়ে খামোখা অবশ ভিজে যায়
কলমের বয়ান
তোমাকে বোঝাতে পারিনি তুমি সেই আয়ুর পাখি
ভেতরের লাজুক রক্তে মরীচিকা আউড়ে
তোমাকে চেয়েছি, ফিরে এসো প্রেম, সব দুঃখের দ্রাব্যতায়...

কেতাব-ই’র ব্লগজিন বিভাগে লেখা পাঠাতে চান? মেল করুন blogzine.ketabe@gmail.com-এ। মেলের সাবজেক্ট লাইনে লিখুন ‘কেতাব-ই ব্লগজিনের জন্য লেখা’

বিষ বাক্যের লীলায়

প্রতিসরণের নিচে এই বেলা, মৃত তৃষ্ণার নীল।
কতদিন তুমি ছুঁয়ে দ্যাখোনি সেই অতৃপ্ত ফণার শ্লোক!
সমাহিত দুপুরের কার্পাস উপচানো আরক্ত উপুড়
সীমানা খুলে দিয়ে শূন্য চলে গেছে শীতঘুমে!
আপেক্ষিক পূর্ণতার এই ভানে ছায়াবৃত্ত নীড়ের নিচে
সমূহ অভিশাপ দাউদাউ জ্বলে আছে নিথর পাতালিক।
অদেখা অতঃপর সেই মনের শাশ্বত জ্বালানি তুমি—
তোমাকে অনুদ্ধার মৌতাতে নিজের পরিযায়ী গ্রীবা থেকে
‌তুমুল হাতড়াই ...
পুরুষের প্রতি সাজানো নিঃশর্ত নুন
চরম ফসলের নিক্ষেপ উলটাতে চেয়ে
যাবতীয় কাতর
পোড়ানো শেষ হলে বালির পাপড়ি ছড়িয়ে পড়ে
সব...
অস্বচ্ছ তাপে নেতিয়ে পড়ি বিষ বাক্যের লীলায় আভূমি

পরোক্ষ বিদ্রূপে

আজ নীরবে টের পাই তার ঘৃণা আমার প্রতি—
নিরুত্তর ফলা বিঁধে আসে উপুড় তিরের থেকে।
আমি সেই নিষ্ফলা, নিজের কাছে রাখি মৌন ক্ষতি।
একা খটখটে রাত খাই চাঁদের আলোতে সেঁকে।

কাম্য দূরের কাছে থেকে যায় তার মন প্রান্তিক,
সহজাত পাখির নীচে ডোবানো তার অস্তরাগ।
আমি সে উপেক্ষিত সেতু, আমি প্রেম সাম্প্রদায়িক।
আমার জন্য ঠিক করে রাখা আছে অন্য বিভাগ।

ছায়া-লীন প্রহরে কেউ বুঝি ফেরে না এদিকে—
আজ কনে-দেখা মেঘের ঋতু এ শ্রাবণের মাসে।
অপাংক্তেয় পঙ্‌ক্তিতে নিজেকেই লুকোই লিখে...
প্রতিষ্ঠিত বন্দর থেকে ফিরে এসে অবজ্ঞা হাসে।

আমাকে কুড়িয়ে পেয়ে ধুলিসম ভাবে তার পায়ে,
পরোক্ষ বিদ্রূপে চুপ পড়ে থাকি কবিতার গাঁয়ে।

পরমুহূর্ত দিতে

শামুকের নরম মাংসে বিকেল পড়ে থাকে।
খেলনার মতো সহজ জলের ফিসফিস হাইফেনে—
অতিদূর মগ্নতায় দীপ্যমাণ সেই ছায়া পড়ে
নিরামিষ প্রশ্রয়ের।
পতঙ্গের মতো স্বপ্নিল
দেবতার ঋণ উদাসীন উড়ে আসে... কে চেনে?
ফকিরি আলো-ঝাঁকে হন্যে আড়ালের প্রস্তাব
আষাঢ়ের ঝিরঝির সন্ধ্যায় একাকী উজান প্রত্যয়ে
কই মাছের মতো হত্যাসম্মত হয়ে
উঠে আসি বিগলিত সন্ধিক্ষণে—
ভেতরে সব ভেজা বাক্যের প্রবাহের বিপরীতে
সব সমর্পণ চোরাবালি হয়ে পড়ে আছে আত্মস্থ ক্ষয়ে ক্ষয়ে...
নিজের সশ্রদ্ধ কবিতার পরমুহূর্ত দিতে।


কেতাব-ই’র মুদ্রিত বই,ই-বই এবং ব্লগজিন বিভাগের লেখালিখির নিয়মিত খোঁজখবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন


এই ব্লগজিনে প্রকাশিত সমস্ত লেখার বক্তব্য লেখকের নিজস্ব।

Image Description

নিমাই জানা

2 দিন আগে

সব কবিতা গুলো অসাধারন গভীর অনুভব নিয়ে লেখা । অনেক অনেক শুভকামনা রইল


মন্তব্য করুন

লেখক

জন্ম ১৯৮৬। পশ্চিম মেদিনীপুরে। পিংলায়। পড়াশোনায় চিরদিনই মেধাবী। ২০০২-এ মাধ্যমিকে ৫৪ তম স্থান অধিকার করেছিলেন। ২০১০-এ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এমএ (ফার্স্ট ক্লাস/ সিলভার মেডেলিস্ট)। বি.এড., পিএইচডি। জেনারেল ক্যাটেগরিতে ইউজিসি নেট (NET) ও ওয়েস্ট বেঙ্গল সেট (SET) কোয়ালিফায়েড। পেশায় এইচ এস শিক্ষক। ২০১১ থেকে শিক্ষকতা করছেন ঘাটালের গৌরা সোনামুই কেবিএ শিক্ষায়তনে। বিভিন্ন জার্নালে গবেষণামূলক প্রবন্ধের পাশাপাশি মূলত কবিতা লেখেন। গল্পও লেখেন। পেয়েছেন ‘দ্বৈরথ সাহিত্য সম্মান’, ‘চূনী কোটাল স্মৃতি সম্মান’, ‘বিভূতিভূষণ স্মৃতি পুরস্কার’, ‘কবি যতীন্দ্রমোহন বাগচী স্মৃতি পুরস্কার’ ও ‘দীপায়ন-২’(দীপঙ্কর চট্টোপাধ্যায় স্মৃতি পুরস্কার)।

অন্যান্য লেখা