প্রকাশিত হল আমিনুল ইসলামের এক গুচ্ছ কবিতা।
১
টেনে মনবোঝানো
আকাশ পাথর
অবিচ্ছেদ্য অংশের অবাঞ্ছিত
সেলাইয়ের খেলনাগুলো
ভগ্নতাজুড়ে দেখার জলকল্লোল
না বোঝা মোহের শব্দরূপ দূষণ বিনিময়
২
তারও গভীরে নামছে
পাথর যেন
কিংবা কলসির ষোলোকলা
আঁশের খাঁজে কবেকার
গেঁথে তোলা মানুষ
৩
চোখের দিস্তায় চিতাসাজ
মই কি তারও লম্বা
নেমে যাওয়া সিঁড়ি আগুন
দৃশ্যের নৌচলাচল
তুলসীর অতল
কেতাব-ই’র ব্লগজিন বিভাগে লেখা পাঠাতে চান? মেল করুন blogzine.ketabe@gmail.com-এ। মেলের সাবজেক্ট লাইনে লিখুন ‘কেতাব-ই ব্লগজিনের জন্য লেখা’।
৪
মনরোগের
সিগনাল পেরিয়ে
মুদ্রার রাক্ষস
ডুবিয়ে ধরছে মহুয়ার তল
নীলাদ্রি ছিড়ছে ঘুড়ির অ্যালজোলাম
৫
একটি মশগুল বয়ষ্ক সাইকেল
নিমকাঠের আদরের ভাদ্রমাস
চাকার প্রেজেন্ট কন্টিনিউয়াস
অবিলম্বেই পাস্ট-পারফেক্ট
সৃজনে কিছু অমূল্য টুলস
ভায়োলিন ও নাচের ভঙ্গিতে
প্রিয় রংগুলি পছন্দের হত্যায়
কিছু অসভ্য ভবিষ্যৎকালের সম্ভাব্যতা
ব্যবহার করছে মেরুন
৬
আমি কি লাল হয়েই মরে যাব
লাল নক্ষত্রে পাথর কদাকার
উৎপাত ক্রমশই বৈদিক হচ্ছে
নিজেকে বেড়া দিয়ে
ঢাল-তলোয়ারে গেঁথে ফুলও ভাবছে
মালিহীন রাজনীতি
দূতাবাসের গা-ঘেঁসে এই বৈরাগ্যের পাতলা মেঘ
৭
জল থেকে জল ছেঁচে
জালে জড়িয়ে পড়ছে আঁশ
কিছু কিছু আশা খেয়ালঘোমটা
টোপগেলা আহাম্মক নাবিক
বরফশীতল আগুন
চুমুক দেওয়া জানাজার শরিক
কেতাব-ই’র মুদ্রিত বই, ই-বই এবং ব্লগজিন বিভাগের লেখালিখির নিয়মিত খোঁজখবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন।
এই ব্লগজিনে প্রকাশিত সমস্ত লেখার বক্তব্য লেখকের নিজস্ব।
আলোক মণ্ডল
6 দিন আগেআমিনুল,সব-কটি ভালোলাগল।