দিলীপ বন্দ্যোপাধ্যায় (১৯৬৪) আশির দশকের বাংলা কবিতার একটি বিশেষ নাম। পেশায় বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক (জে. কে. কলেজ, পুরুলিয়া) দিলীপের জন্ম ও বেড়ে ওঠা পুরুলিয়া জেলার পাড়া থানার অন্তর্গত উদয়পুর বাথান (ধাদকিডি) গ্রামে। খরা অধ্যুসিত একফসলি জমির কৃষিকে আশ্রয় করে বাঁচতে চাওয়া একটি পরিবারের ভিতর থেকেই শুরু তাঁর জীবনকে চেনার পাঠ। এই পাঠ প্রসারিত হয়েছে জেলার সমৃদ্ধ লোক সংস্কৃতির আখড়ায়। উদয়পুর হাইস্কুল থেকে পুরুলিয়া জেলা স্কুল, কলকাতার আশুতোষ কলেজ, যাদবপুর বিশ্ববিদ্যালয় হয়ে ফের চাকরি নিয়ে পুরুলিয়াতেই ফিরে আসা তাঁর কবিতা প্রসঙ্গেও তাৎপর্যময়। পুরুলিয়ার প্রকৃতি ও মানুষ তাঁর কবিতার অলক্ষ্য নায়ক। এ পর্যন্ত এগার-টি কাব্যগ্রন্থ (গাঁয়ের নাম পরব, বাসক লিপিকা, এত বড় লদী, তটস্থা, কামরাঙা রঙের পাশা, চাঁদ ও উদ্ভিদ, ভোররাত্তিররের দেবী, কাকপাখিদের আকাশ, একটি মলিন খৈ, মেহেদি পাতার রঙ, রাধারানি, শরীরে চাঁদের চিহ্ন, একা মানুষের কবিতা) একটি কাব্যোপন্যাস (বিষাদসিন্ধু) ও দুটি প্রবন্ধগ্রন্থ (মায়াকবিতা, অধুনিক বাংলা কবিতা শৈলীগত নানা মাত্রা) প্রকাশিত হয়েছে। সম্পাদনা করেছেন বীজ, প্রাকৃতজন, আরশিনগর সহ বিভিন্ন সাহিত্যপত্রিকা।
© 2022 All Rights Reserved by ketab-e | This website is owned by Bestread Publications and Digital Services Private Limited. Design By Mindmine and Developed By Technophilix.