মানিক বন্দ্যোপাধ্যায়ই বাংলা ভাষার লেখকদের মধ্যে প্রথম নন, যিনি নিদারুণ অর্থকষ্টে হাসপাতালে শেষ নিঃশ্বাস ফেলেছিলেন। তাঁর মৃত্যুর অনেক বছর আগে মাইকেল মধুসূদন দত্ত (১৮২৪-১৮৭৩) একই পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন। কবি, নাট্যকার, অমিত্রাক্ষর ছন্দের উদ্ভাবক মধুসূদন দত্তের জন্ম অধুনা বাংলাদেশের সাগরদাঁড়ি গ্রামে। পিতা রাজনারায়ণ দত্তের অমতে খ্রিস্টধর্ম গ্রহণ, ইংল্যান্ড যাত্রা, ইংরেজিতে কাব্য রচনা, ফিরে এসে বাংলা ভাষায় মনোনিবেশ. অর্থাভাব, বিদ্যাসাগরের সঙ্গে বন্ধুত্ব, সব মিলিয়ে মধুসূদনের জীবন কাব্যের মহানায়কের মতই। শেষ জীবনটি ট্র্যাজিক, যেমনটা এক সফল মহাকাব্য নায়কের হওয়ার কথা, তেমনই।
© 2022 All Rights Reserved by ketab-e | This website is owned by Bestread Publications and Digital Services Private Limited. Design By Mindmine and Developed By Technophilix.