কবি জীবনানন্দ
দাশের প্রথম কাব্যগ্রন্থ ‘ঝড়া পালক’। ১৯২৭ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
প্রথম কাব্যগ্রন্থে জীবনানন্দ দাশ পঁয়ত্রিশটি কবিতা অন্তর্ভুক্ত করেছিলেন। ঝরা
পালক কাব্যগ্রন্থের ভূমিকায় জীবনানন্দ লিখেছেন- “ঝরা পালকের
কতকগুলি কবিতা প্রবাসী, বঙ্গবাণী, কল্লোল,
কালি-কলম, প্রগতি, বিজলি
প্রভৃৃতি পত্রিকায় প্রকাশিত হইয়াছিলো। বাকিগুলি নূতন।”
বিস্তারিত প্রতিক্রিয়া