ইনু ( ইন্দিরা সান্যাল) কখনো কোনো কিছুতেই প্রথম হয় নি। ইনু দেখতে অপরূপা নয়। ইনু শুধু সব্বাইকে নিয়ে চলতে জানে।আত্মীয় -অনাত্মীয়--বন্ধু -বড় -ছোট সব মানুষদের সাথে। বাপের বাড়ি,শ্বশুড়বাড়ি, আরো আরো বড় পরিধি তে। জীবন মানে চলন, জীবন মানে প্রসারণ, জীবন মানে পরিশ্রম , জীবন মানে রোজগার, জীবন চলতে চলতে অনেক হাত ধরা হয়েছে আর তারপরও পরে থাকে গোটা জীবন টা। জানতে ইচ্ছে করছে কে এই ইনু? আসুন পড়ে নিই " সেইসব সোনাঝরা দিনগুলি " একদম আনকোরা উপন্যাস।