যে-কোনো শিল্পের প্রধান কাজ বোধহয় স্পর্শ করা। সে-কাজে টালিগঞ্জ সংশপ্তক-এর ‘ডানা’ নাটকটি ১০০% সফল। নাটকটি শেষ হওয়ার পর দর্শকদের প্রায় ৫ মিনিটব্যাপী স্ট্যান্ডিং ওভেশনই তার জলজ্যান্ত প্রমাণ। নাট্যমোদী দর্শক এই নাটকটি দেখার অভিজ্ঞতা থেকে বঞ্চিত হবেন না। ‘ডানা’ দেখুন। ডানা মেলুন।
ভালো রান্না করতে সবসময় মহার্ঘ জিনিসপত্রের প্রয়োজন হয় না। কেউ কেউ খুব সামান্য আয়োজনে শুধুমাত্র হাতের গুণে এমন রান্না করতে পারেন, যার স্বাদ সারাজীবনেও ভোলা অসম্ভব। তবে শুধু রান্না নয়, সব ক্ষেত্রেই বিষয়টা একই, আর এর সবচেয়ে বড়ো উদাহরণ বোধহয় ঋত্বিক ঘটকের ‘মেঘে ঢাকা তারা’। এরকম একটা সাধারণ ক্লিশে গল্প সে-সময়ের বাজারি পরিচালকদের হাতে পড়লে কী হতে পারত, আর তাঁর হাতে পড়ে কী হয়েছে, আমরা সকলেই সেই অভিজ্ঞতার সাক্ষী। আজ সেই একইরকম অভিজ্ঞতার সম্মুখীন হলাম টালিগঞ্জ সংশপ্তক-এর ‘ডানা’ নাটকটি দেখতে গিয়ে। কাহিনি, নাট্যরূপ ও পরিচালনায় কৌশিক চট্টোপাধ্যায়।
নাটকটির মুখ্য চরিত্র একজন মাঝবয়েসি মানুষ। যিনি আর পাঁচজন সাধারণ মানুষের মতোই সমাজ-সংসারের জাঁতাকলে পিষ্ট হয়ে চলেছেন। আর সকলের মতোই ছোটোবেলা থেকে ধীরে ধীরে ডানা ছেঁটে তাঁকেও সুবিধাজনক মাপে তৈরি করে নিয়েছে সমাজ। একদিন হঠাৎ এক নাট্যকারের সঙ্গে দেখা হয় তাঁর, যিনি তাঁর জীবন নিয়ে নাটক লিখতে চান। প্রথমে হেসে উড়িয়ে দিলেও নাট্যকারের সঙ্গে কথা বলার পর তিনি হারিয়ে ফেলা ডানা একটু একটু করে খুঁজে পান। একসময় সমাজ, সংসার এমনকি নাট্যকারের নিয়ন্ত্রণেও আর থাকে না তাঁর উড়ান। তারপর কী হয়? সেটা জানার জন্য দেখতে হবে নাটকটি।
কেতাব-ই’র ব্লগজিন বিভাগে লেখা পাঠাতে চান? মেল করুন blogzine.ketabe@gmail.com-এ। মেলের সাবজেক্ট লাইনে লিখুন ‘কেতাব-ই ব্লগজিনের জন্য লেখা’।
পরিচালক নাটকটিতে শহুরে স্মার্টনেস সযত্নে পরিহার করেছেন। হাস্যরসের ব্যবহারও পরিমিত ও যথাযথ। দৃশ্যনির্মাণ, কোরিওগ্রাফি, প্রপস-এর ব্যবহার কিংবা আবহ অসাধারণত্বের ছাপ সর্বত্র। আর অভিনয়? এককথায় বলতে গেলে আমি বাক্রুদ্ধ। শরীরী অভিনয় এর আগে আমি বহু নাটকে দেখেছি। কিন্তু তা যে এই পর্যায়ে নিয়ে যাওয়া যায়, না দেখলে বিশ্বাস করতাম না। মূল চরিত্রে বুদ্ধদেব দাস কাজটি করে দেখিয়েছেন। বুদ্ধদেব ভীষণ শক্তিশালী একজন অভিনেতা, তাঁর বেশ কিছু ভালো কাজ আগেও দেখেছি, কিন্তু এই কাজটি আমায় বিস্মিত করেছে। আর বুদ্ধদেবের সঙ্গে সমান তালে তাল মিলিয়ে অভিনয় করেছেন পলাশ, মিঠু, পৌলমী, রুবান, কৌশিক, দোলা, অভিষেক ও অন্যান্য অভিনেতারা।
একটার পর একটা দৃশ্য বুনে, যথাযথ সমন্বয় সাধনের মাধ্যমে যেভাবে ক্রমশ নাটকটির উত্তরণ ঘটিয়েছেন পরিচালক, তা প্রশংসার অপেক্ষা রাখে না। আর যে-কোনো শিল্পের প্রধান কাজ বোধহয় স্পর্শ করা। সে-কাজে নাটকটি ১০০% সফল। নাটকটি শেষ হওয়ার পর দর্শকদের প্রায় ৫ মিনিটব্যাপী স্ট্যান্ডিং ওভেশনই তার জলজ্যান্ত প্রমাণ। নাট্যমোদী দর্শক এই নাটকটি দেখার অভিজ্ঞতা থেকে বঞ্চিত হবেন না। ‘ডানা’ দেখুন। ডানা মেলুন।
নাটক: ডানা
পরিচালনা: কৌশিক চট্টোপাধ্যায়
নাট্যদল: সংশপ্তক
যোগাযোগ: ৯৮৩১৮১০৯৯৭/ ৯৬৭৪৪৪২২১
কেতাব-ই’র মুদ্রিত বই,ই-বই এবং ব্লগজিন বিভাগের লেখালিখির নিয়মিত খোঁজখবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন।
এই ব্লগজিনে প্রকাশিত সমস্ত লেখার বক্তব্য লেখকের নিজস্ব।
মন্তব্য করুন