প্রকাশিত হল দেবাশিস বিশ্বাসের পাঁচটি কবিতা ‘টাইম লাইন’, ‘টাইম স্লিপিং’, ‘এস্কেপিং’, ‘টাইমলি’ এবং ‘টাইম ট্রি’।
টাইম লাইন
কচি গমখেতে সূর্যের লালাভ আলোর
ভিতর আমি টাইম অরা
ময়নার ডিমগুলো ভেঙে দিচ্ছি
নিম গাছের মগডালের কিনারে
আমার ডান হাত ও ময়নার ডিমের দূরত্বের মাঝে আছে দূর্ঘটনা এক
তাকে তাচ্ছিল্য করে আমারই অসংখ্য অসীম হাতছানির দৃশ্যে মিশে আছে।
ময়নার ঠোকরানি সহ্য করে
আমি এই কোণঠাসা অরা সম-রেখা ধরে আছি
নিমগাছটি রাবার হয়ে গেছে
ডিগবাজি খাচ্ছে
ডিম আমি আর নিম গাছ
আলাদা সমরেখা ছিঁড়ে খাচ্ছি
টাইম স্লিপিং
স্বপ্নে আশ্চর্য রকমের এনজয় করি
ঘুমঘোর… জানালায় বাঁশবাগান ছিল কখনো…
জোনাকির পতঙ্গ দেহ থেকে
আমারই আবছা টের উড়তে দেখেছি।
প্রতিটা স্বপ্নের কমন জিনিসে
নিয়ন্ত্রিত হতে হয়, বিকেলের থেকেও
বুড়ো হতে হয়, নইলে
শিশুসুলভ
জোনাকির
শুকনো বাঁশপাতার উপর থরে থরে সাজানো লুসিফরিন
নিভু কামরাঙার গাড় দাঁতে–
বা ইঁদুরের দিকে বাচ্চাবেলার কাহিনি
বা যুবকের অতীত ঠাকুমার ব্যবহৃত শব্দে
এখনও বেঁচে আছি তিনটে জগৎ নিয়ে সকলে
কেতাব-ই’র ব্লগজিন বিভাগে লেখা পাঠাতে চান? মেল করুন blogzine.ketabe@gmail.com-এ। মেলের সাবজেক্ট লাইনে লিখুন ‘কেতাব-ই ব্লগজিনের জন্য লেখা’।
এস্কেপিং
আন্দাজ করে নাও
তিনহাজার সালে জীবনানন্দ দাশ বা অন্য কোনো বড়ো কবি হয়ে যেতে পারি
এখন তেমন কিছু না
বাতাসকে টের পাই মাঝেসাঝে
মুহূর্তে যে আছে, সে-ও বিজ্ঞানী বা রক্তপিপাসু
হায়না হয়ে যেতে পারে
ব্ল্যাকিশ অন্ধের আয়ুর জগতে
সম্ভাবনার খুচরোর আওয়াজের স্পর্শে
মৌন থাকে আন্দাজ
টাইমলি
এমন বাড়তি সুবিধায়
বর্ষাকে হারাতে পারো, নিজেকে খুন
করেছি তুমি আমি ছুরি বা ধাতুর পেরেকে।
বর্ষা ঠিক ঝেঁপে সাজছে… কাচের দুর্গে
সিংহাসন কে গ্রহণ করবে?
সময় জীবিত থাকে। বৃক্ষিত শিরার কাছে
শিংওয়ালা
নির্বাক মিস সময় কাটা মুণ্ডুকে বডিতে সাজাতে চায়
টাইম ট্রি
উপরেখায় জন্ম
তার উপরেখায় ঝরনার রক্তে মাংস ধুচ্ছি
তারও উপ উপ রেখায় ছড়িয়ে দিচ্ছি বিষ হিংস্র বেদনা
মূল রেখা আমাকে দেখিয়েছে
বুদ্ধের মতন কোনো দিব্য লেখাচ্ছে এমন
তাকে কি বিশ্বাস করাতে হবে
কেন ওই রেখাগুলো আমি নই
এই মুহূর্তে বাজার থেকে ফিরছে
আমারই ভেরিয়েন্ট, সে একজন মেয়ে
তার উপরেখায় মাছের সাথে ছুরিকে
বন্ধুত্ব শেখাচ্ছি!
কেতাব-ই’র মুদ্রিত বই,ই-বই এবং ব্লগজিন বিভাগের লেখালিখিরনিয়মিত খোঁজখবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন।
এই ব্লগজিনে প্রকাশিত সমস্ত লেখার বক্তব্য লেখকের নিজস্ব।
মন্তব্য করুন