গত এক মাসের মধ্যে কেতাব-ই’র ছোট্ট দপ্তর তথা বিক্রয়কেন্দ্রে দুটি বইপ্রকাশ অনুষ্ঠান সংঘটিত হল। দু’দিনই প্রকাশ পেল মোট সাতটি বই।
গত এক মাসের মধ্যে কেতাব-ই’র ছোট্ট দপ্তর তথা বিক্রয়কেন্দ্রে দুটি বইপ্রকাশ অনুষ্ঠান সংঘটিত হল। দু’দিনই প্রকাশ পেল মোট সাতটি বই। প্রকাশ অনুষ্ঠান দুটিতে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট লেখকরা, একজন ছাড়া। তাঁর পক্ষে আর উপস্থিত হওয়া সম্ভব নয়। ত্রিদিব সেনগুপ্ত প্রয়াত হয়েছেন। গত ১৬ তারিখে তাঁর বই রাজনৈতিক অর্থনীতি-র দ্বিতীয় খণ্ড প্রকাশ পায়। বইয়ের সম্পাদক, প্রণব কান্তি বসু-ও শারীরিক অসুস্থতার জন্য উপস্থিত হতে পারেননি।
ওই দিন প্রকাশ পেয়েছিল শুভ আঢ্য-র কবিতার বই কাসাহারা, সুকান্ত দেবনাথ-এর গল্পগ্রন্থ প্যারাফিলিয়া ও অন্যান্য, এবং স্নেহাশিস ভট্টাচার্য-র উপন্যাস পাওয়ার গেম।
দ্বিতীয় কর্মসূচি সংঘটিত হয় গত ৩০ নভেম্বর, শনিবার। এইদিন প্রকাশ পেল, নবীন সাহিত্যিক দেবস্তুতি গুহ-র প্রথম বই: উপেক্ষিতা। অমিতাভ মুখোপাধ্যায়-এর লেখা কল্পবিজ্ঞানের অনুবাদ সংগ্রহ দূর আকাশের বর্ণালীও প্রকাশ পেল এইদিন। আর বেরোল, দেবীপ্রসাদ সিংহ-র প্রথম উপন্যাস ‘দেশ’। দ্বিতীয় দিনের কর্মসূচি সঞ্চালনার দায়িত্ব সাহিত্যিক দেবতোষ দাশ-এর উপর ন্যস্ত থাকলেও শারীরিক অসুস্থতার কারণে সে দায়িত্ব তিনি পালন করতে পারেননি, তবে উপস্থিত ছিলেন সশরীরে। ঘরোয়া অনুষ্ঠান হলেও, সাহিত্যিক স্বপন পাণ্ডার উপস্থিতি দু দিনের কর্মসূচিকেই ঋদ্ধ করেছে। তরুণ সাহিত্যিক গৌতম চক্রবর্তী, রাজেশ ধর প্রমুখের উপস্থিতি লেখক- উদ্যোক্তাদের উৎসাহবর্ধন করেছে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপাতদৃষ্টিতে অকিঞ্চিৎকর মনে হলেও, বইগুলি নিয়ে আলাদা করে সকলের নাতিদীর্ঘ আলোচনা কর্মসূচিকে সমৃদ্ধ করেছে এবং এ ধরনের উদ্যোগ পুনরায় গ্রহণ করার ব্যাপারে প্রকাশন সংস্থার মধ্যে উৎসাহের ছোঁয়া দিয়ে গেছে।
মন্তব্য করুন