প্রকাশিত হল সুরজিৎ বেরা’র লেখা অণুগল্প ‘পীড়িত মূর্ছিত দেশে’।
একটি বক মানুষের মধ্যে হিংসা ছড়িয়ে দিতে মুসলিম বাড়ির পুকুরের একটি মাছকে ফেলল হিন্দু বাড়ির পুকুরে এবং হিন্দু বাড়ির পুকুরের একটি মাছকে ফেলল মুসলিম বাড়ির পুকুরে। আর অপেক্ষা করতে থাকল মাছের বড়ো হওয়া ও মানুষের শিকার-কার্যক্রমে।
বকের শেখানো বুলি শিখে মাছ যখন বঁটির সামনে, মুখ ফাঁপিয়ে মাটিতে বার বার আছাড় খেয়ে বোঝাতে চাইছে, ‘আমি অন্য ধর্মের পুকুরের মাছ’।
কিন্তু মানুষ এমন বোকা, শুধুমাত্র ভাষা না বুঝতে পেরে হিংসা গ্রহণ করল না।
কেতাব-ই’র ব্লগজিন বিভাগে লেখা পাঠাতে চান? মেল করুন blogzine.ketabe@gmail.com-এ। মেলের সাবজেক্ট লাইনে লিখুন ‘কেতাব-ই ব্লগজিনের জন্য লেখা’।
কেতাব-ই’র মুদ্রিত বই, ই-বই এবং ব্লগজিন বিভাগের লেখালিখির নিয়মিত খোঁজখবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন।
এই ব্লগজিনে প্রকাশিত সমস্ত লেখার বক্তব্য লেখকের নিজস্ব।
মন্তব্য করুন