প্রকাশিত হল সেলিম মণ্ডলের কবিতাগুচ্ছ ‘রাজনৈতিক কবিতা’।
১
মাঝে মাঝে মনে হয়, এই ক্ষুদ্রতর বেঁচে থাকা ‘ৎ’ এর মতো
বাঁকা, প্যাঁচানো...
যে বৃহৎ জীবন চেয়ে সূর্যদেখা, তাতে লেগে থাকে দাঁত, নখ, রক্ত
এখন কি খুবই গরম পড়েছে?
আমসত্ত্বের সঙ্গে ‘ৎ’ যোগ করলে আরও সুস্বাদু হতে পারে কি?
২
লেবু কচলিয়ে কচলিয়ে আরও তেতো করা হচ্ছে
পাতিলেবু হতে পারত, না কি পাতিহাঁস?
চই চই করে ভেসে বেড়াত...
এই গ্রীষ্ম তোমাকে যতটা লেবু করে তুলেছে, ততটা রাজনৈতিক করে তুলতে পারেনি
৩
তরমুজের সঙ্গে কমিউনিস্ট পার্টিকে গুলিয়ে ফেললে হবে না
এই গ্রীষ্মের সুস্বাদু ও পছন্দের ফল তরমুজ
অনেকেই শুধু কেটে দেখাও, কেটে দেখাও বলে— রাঙিয়ে ফেলল জিভ
জিভের কী দোষ!
জিভ বোঝে সুস্বাদ, বিস্বাদ... প্রলোভন...
কেতাব-ই’র ব্লগজিন বিভাগে লেখা পাঠাতে চান? মেল করুন blogzine.ketabe@gmail.com-এ। মেলের সাবজেক্ট লাইনে লিখুন ‘কেতাব-ই ব্লগজিনের জন্য লেখা’।
৪
মানুষ যতই বেঁটে হোক, তার ক্ষুদ্র হওয়া চলবে না
লম্বা লম্বা মানুষগুলো অনবরত ডিঙিয়ে চলে যাচ্ছে কোনো আঙুর বাগানে
আঙুর খুব প্রিয় ফল
আঙুর ফল টকও হয়।
এটা জেনেও লম্বা মানুষগুলো ঢুকে পড়ছে
আর বেঁটে মানুষগুলো অপেক্ষায় থাকছে কিসমিসের মতো
৫
তুমি হারিয়ে যেতে চাইলেও হারাতে পারবে না
হয়তো হেরে যাবে
তোমাকে খুঁজে বার করবে তোমারই কোনো প্রতিবেশী
লিচু খেয়ে যারা ছোটো ছোটো ঢেকুর তোলে তারা আরও বড়ো ঢেকুর তুলতে চায়
তারা তোমাকে ট্রামকার্ডে রেখে কাঁঠাল কাঁঠাল গন্ধে মাতাতে চায়
দলীয় পতাকা
৬
এই দেশ তোমার
তুমি একটা রাষ্ট্র চেয়ে ফলাহার সাজিয়ে বসে পড়তে পারো না চেয়ার-টেবিলে
প্রতিটা ফলের বাগানে যে সংগ্রাম থাকে তার সামনে নত করো মাথা
সেখানেই গর্জে উঠে রোপন করো নতুন ফলবীজ
কেতাব-ই’র মুদ্রিত বই, ই-বই এবং ব্লগজিন বিভাগের লেখালিখির নিয়মিত খোঁজখবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন।
এই ব্লগজিনে প্রকাশিত সমস্ত লেখার বক্তব্য লেখকের নিজস্ব।
মন্তব্য করুন