প্রকাশিত হল সৌগত বালীর লেখা অণুগল্প ‘রাস্তা’।
গাঢ় রাতে আমাদের ছোট্ট মেয়ে জেগে উঠে বলছিল সে একদিন রাস্তায় নেমে যাবে।
আমার বউ সারারাত ওকে আগলে রাখে । পাছে আমরা রাস্তায় নেমে আসি।
এখনও ইয়া মোটা মোটা চাল আমাদের হাঁড়িতে ফুটছে।
ছেলে বলছিল চালগুলোর ফ্যাটি লিভার হয়ে গেছে বাবা, চলো আমরা আরও কিছুদিন না খেয়ে থাকি ওই বড়ো রাস্তার মোড়ে।
ওখানে তবেকার আলো-বাতাস খুব দামি।
আমাদের মা একটা সালফার মেয়ের মতো অনির্দিষ্ট ঘুমে চলে যেতে পারে।
বাইরে খা খা রাস্তা।
আমরা এখনও রাস্তায় নামতে পারিনি।
আমার মেয়ে বলছিল একদিন সে একবার অন্তত একবার সে রাস্তায় নামবে।
কেতাব-ই’র ব্লগজিন বিভাগে লেখা পাঠাতে চান? মেল করুন blogzine.ketabe@gmail.com-এ। মেলের সাবজেক্ট লাইনে লিখুন ‘কেতাব-ই ব্লগজিনের জন্য লেখা’।
কেতাব-ই’র মুদ্রিত বই, ই-বই এবং ব্লগজিন বিভাগের লেখালিখির নিয়মিত খোঁজখবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন।
এই ব্লগজিনে প্রকাশিত সমস্ত লেখার বক্তব্য লেখকের নিজস্ব।
Sirsendu Dutta
2 সপ্তাহ আগেবেশ ভালো লাগলো গল্পটা