preloader
বাংলা বইয়ের e-ভুবন
Menu Categories Search Cart 0
Menu
Cart

Total 0 Items

☹ Your cart is empty

Sub Total:

$0

₹0

বিভাগ
সোনালু ফুলের রেণু
কবিতা

সোনালু ফুলের রেণু

প্রকাশিত হল শামীম নওরোজের কবিতাগুচ্ছ ‘সোনালু ফুলের রেণু’।

সংবাদটি পৌঁছে দিয়ো
বাসর রাতের অন্ধকার আলোর অধিক
নক্ষত্র এখানে একা নয়
তার সঙ্গে চাঁদের আলোও আছে
মায়াবতী, কোথাও যেয়ো না তুমি
মনঃকষ্টে ভেসে আছি যমুনার জলে
দেবীকে চেনে না কেউ
অলৌকিক বাতাসে ঘুঙুর বাজে দেবতার জলসায়
ছেলেবেলা হারিয়ে গেছে
এখন যৌবন
মায়াবতী, প্রতিশ্রুতি রক্ষা করো
ভাতের ভেতরে ছাই
ফর্সা বাতাসে উড়ে যাচ্ছে লৌকিক সংসার
সংবাদটি পৌঁছে গেছে
অতঃপর, কী হবে সেটাই ভাবার বিষয়

দেখা হবে মেঘনার কূলে
চরের শরীরে কাশের বন
সাদা ফুলে ছেয়ে আছে চরের যৌবন
বিয়োগান্তক নূপুরে বাজে কোকিলের আর্তনাদ
বিছানা কখনো আপন হয় না
আমার কোনো বিছানা নেই
সাতপুরুষের বাস্তুভিটা ছেড়ে চলে এসেছি নদীর কূলে
এখানে সুখ ও অসুখ আছে
ড্ড ক্লান্ত
ঘুমিয়ে পড়ছে চোখ
মেঘনার কূলে যাচ্ছি
আঁধারে হারিয়ে যাব কাশবনে
হারিয়ে যাবে উচ্ছ্বসিত জোছনার আলো

কেতাব-ই’র ব্লগজিন বিভাগে লেখা পাঠাতে চান? মেল করুন blogzine.ketabe@gmail.com-এ। মেলের সাবজেক্ট লাইনে লিখুন ‘কেতাব-ই ব্লগজিনের জন্য লেখা’

নদীটি বহুদূর গেছে
মাঝে-মাঝে ভুলে যায় নদীটি তার নিজস্ব মোহনা
নদীও নদের সঙ্গে আদরে কাতর হয়
বাবা আমার নদীতে মাছ ধরতে যেতেন
জলীয় বাষ্পে ভিজে যেত বুকের জমিন
বাবা নেই
নদীটি শুকিয়ে গেছে
মা আর মাছের জন্য অপেক্ষা করেন না
বাবা নেই
নদীটিও থাকবে না
এটাই স্বাভাবিক

দু-দিন অপেক্ষা করো, তারপর এসো
চুড়ির কোমল শব্দে ভেঙে যায় ঘুম
খুব বেশি দূরে নয়, গেলে যেতে পারো
চোখের ভেতরে ঘুম, স্বপ্নের ভাসান
ঘুমাও, ঘুমাও তুমি মন যত চায়
নদীর মোহনা থেকে ফিরছে ধীবর
খুব বেশি কথা নয়, সামান্য আলাপ
আর নয়, থেমে যাও, এখানেই শেষ


কেতাব-ই’র মুদ্রিত বই, ই-বই এবং ব্লগজিন বিভাগের লেখালিখির নিয়মিত খোঁজখবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন


এই ব্লগজিনে প্রকাশিত সমস্ত লেখার বক্তব্য লেখকের নিজস্ব।

Image Description

nZkkAbWB

5 মাস আগে

1


Image Description

nZkkAbWB

5 মাস আগে

1


লেখক

শামীম নওরোজ। জন্ম: ২১ আগস্ট, ঝিনাইদহ, বাংলাদেশ। শিক্ষা: বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর। রাজশাহী বিশ্ববিদ্যালয়। পিএইচডি। পেশা: শিক্ষক, জাতীয় বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ। প্রকাশিত কাব্যগ্রন্থ ০৬টি; ০১) শুচি জোছনার বাউল, ০২) ভাতশালিকের গান, ০৩) পাখিদের বাংলাখাতা, ০৪) মফস্বলের কবিতা, ০৫) শব্দের শৈশব, ০৬) গোলাপি চাঁদের আলো। সম্মাননা: অমিত্রাক্ষর স্মারক সম্মাননা, খুলনা বিশ্ববিদ্যালয়, ২০১৯।

অন্যান্য লেখা

দেখতে পারেন