preloader
বাংলা বইয়ের e-ভুবন
Menu Categories Search Cart 0
Menu
Cart

Total 0 Items

☹ Your cart is empty

Sub Total:

$0

₹0

বিভাগ
জিয়ার চারটি কবিতা
কবিতা

জিয়ার চারটি কবিতা

03 Apr, 2025.

প্রকাশিত হল জিয়া হকের চারটি কবিতা— অতীতের শোভা, অধুনার কানে, স্নেহ থেকে বিচ্ছিন্ন করে রাখা সঙ্গমের গান, পাহাড়ে বয়ে যায় ক্ষুধার্ত মানুষের হাওয়া, গলগ্রহ হয়ে থাকার দিন শেষ হয়ে এল।

অতীতের শোভা, অধুনার কানে

কে গো ওই সারল্যময় আলো, দিকে দিকে বিস্তীর্ণ স্বপ্নের মতো
জেগে ওঠো— সুরধ্বনি তুমি— পালানো সূর্যের সঙ্গে কথা বলো
ভুল লিখন থেকে পাখনা তুলে গুঁজে রাখো খোঁপার শয্যায়
কেউ নেই যে তোমাকে বুঝে নিতে পারে, কেউ নেই যে তোমাকে
এই যে আগাছার দ্বীপ— ডুবে যায়, ভেসে ওঠে, ডোবে
তুমি কি এখানেই নিজেকে পত্তন করিবে?
এ সবই তোমার বন্দনা, এ সকল তোমার অর্থেই
তদুপরি ছিলে না কখনো, তদুপরি প্রেরণা পাঠাও
এরকম তোমার জীবন, পূজা ও প্রচার এভাবেই হবে
গাঁদাখানি— তোমার সুনামে গিয়ে পড়ে

 

স্নেহ থেকে বিচ্ছিন্ন করে রাখা সঙ্গমের গান

অজ্ঞাত, তবে পরিচিতের মৌখিকতা নিয়ে হাত রাখো—
দরজা যেখানে প্রবেশিকা নয়,—সামাজিক প্রথায় নির্মিত
তোমার মনের দিকে লক্ষ রাখে বৈতনিক মন
তবু সে বিশ্রাম; কেউ নয় তবু তার মান্যতা আছে
তারা কি প্রস্তুত? কী চাই, কী দিতে হবে?
বাঁকানো পাহাড়ের ওইদিকে স্নেহের সম্ভার ছিল, পাদদেশে
কেউ ছিল আলোকসম্পাতে, কেউ ছিল চিত্রতারকায়
নিহতেরা স্মৃতি তবু নীরবতা বহুক্ষণ ছিল
এক মাসে সতেরো দিবস, এক মাসে আরব্য রজনী,
বাহান্ন রাতের ফুলমালা খুলে যায় সুতোর নিগ্রহে
তারা কি প্রস্তুত? কী দেব? সেজে আসতে হবে?

কেতাব-ই’র ব্লগজিন বিভাগে লেখা পাঠাতে চান? মেল করুন blogzine.ketabe@gmail.com-এ। মেলের সাবজেক্ট লাইনে লিখুন ‘কেতাব-ই ব্লগজিনের জন্য লেখা’

পাহাড়ে বয়ে যায় ক্ষুধার্ত মানুষের হাওয়া

দেখি ঊর্ধ্ব আকাশে পৌরাণিক আসন্নপ্রসবা কোনো গাভী
সকরুণ ঘাস দেখে আমাদের ঘটনাচক্র মুখ
সরিয়ে রাখি তৈলার্দ্র হাত; সমষ্টি আসে— ব্যক্তির কথা বলে
মধ্যযুগ থেকে আলো হাতে কেউ কেউ আসে
ফুটে ওঠা পাহাড়ের মধু কারা নেবে— বয়ে যায় সমতল ধরে
দেখি ‘ভালোবাস’ সম্বন্ধীয় যত শব্দ আছে— লাল কালিতে কাটা

 

গলগ্রহ হয়ে থাকার দিন শেষ হয়ে এল

তর্কাতীতের দেশে যাব, আঙুরফল নিকৃষ্ট হলেও খাব
সুতো বেঁধে ওড়াব না পাখি, সুতো বেঁধে ভাসাব না মাছ
কেজো কথা বলে যাব অলাভজনক ভাষায়
দুঃখ জমা করার মতো থাকবে কৌটো টিনের
সবার মৃদু হাসি দিয়ে সৌধ বানাব
দাঁড়িয়েও দেখব না কুকুরের রতি, আড়চোখে দেখব না অপরের ট্রফি
পেড়ে আনব অতীতের শোভা—
গুঁজে দেব অধুনার কানে


কেতাব-ই’র মুদ্রিত বই, ই-বই এবং ব্লগজিন বিভাগের লেখালিখির নিয়মিত খোঁজখবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন


এই ব্লগজিনে প্রকাশিত সমস্ত লেখার বক্তব্য লেখকের নিজস্ব।

মন্তব্য করুন

লেখক

জন্ম ১১ জানুয়ারি। বারুইপুরে বসবাস। সাহিত্য নিয়ে পড়াশোনা। অনুবাদের নিবিড় চর্চা করে থাকেন। ঘরকুনো। বন্ধু নেই। চা দোকান প্রিয়। কৃতদার। বিভিন্ন ভাষা শিক্ষার প্রতি ঐকান্তিক ঝোঁক। প্রকাশিত বই— অবগাহনের শব্দ, যন্ত্রণাপ্রবাহ, কে গো তুমি সারল্যময় আলো, স্থূল পদাবলি, ভূ-স্বর্গ ও অন্যান্য বিনোদন, বিবিধ মস্করা ও অন্যান্য দাবি, পশ্চিম এশিয়ার কবিতা ও অন্যান্য (অনুবাদ)।

অন্যান্য লেখা

দেখতে পারেন